1. akhterbw@gmail.com : Akhtaruzzaman Bhuyan : Akhtaruzzaman Bhuyan
  2. adminmonir@gmail.com : Monirul Islam : Monirul Islam
  3. jmitsolution24@gmail.com : support :

আমাদের সম্পর্কে

মেঘনাপাড় ফাউন্ডেশন একটি স্বপ্নের শুরু। যেকোনো কাজের শুরুতে একটি পরিকল্পনা এবং একটি সংগঠন থাকতে হয়। আমাদের পরিকল্পনা হচ্ছে লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরী হাটে একটি যুগোপযোগী কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা। মেঘনাপাড় ফাউন্ডেশনের মাধ্যমে আমরা এই স্বপ্নটি বাস্তবায়ন করতে চাই।

২০০৮ সালের ১৪ জুলাই মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন যাত্রা শুরু করে লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরী হাটে। নৌকা এবং বেড়িবাঁধে বসবাসরত ধীবর বা জেলে সম্প্রদায়ের শিশুদের জন্য প্রতিষ্ঠিত হয়েছিল ‘মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন’। শিশু শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। একজন প্রধান শিক্ষক, ছয়জন সহকারী শিক্ষক বর্তমানে স্কুলে কর্মরত আছেন। বর্তমানে ২২৫ জনেরও অধিক শিক্ষার্থী ধীবর স্কুলে পড়াশুনা করে। প্রতি বছরই এ সংখ্যা বাড়ছে।

পঞ্চম শ্রেণি পাস করার পর অনেকেই পড়াশুনা ছেড়ে দেয়। এই শিক্ষার্থীদের কর্মসংস্থানে যুক্ত থাকা এবং পড়াশুনায় ধরে রাখার জন্য একটি কারিগরি স্কুল স্থাপন করা অত্যাবশ্যক। প্রাথমিক অবস্থায় আমরা সংক্ষিপ্ত সময়ের বিভিন্ন ট্রেড কোর্স চালু করতে পারি। ধীরে ধীরে কারিগরি স্কুল এবং কলেজ পর্যন্ত পাঠদান কার্যক্রম সম্প্রসারিত হবে। প্রাথমিক অবস্থায় মজুচৌধুরী হাটে ক্রয়কৃত ২০ শতাংশ জমির উপর কারিগরি স্কুলটি স্থাপিত হবে। বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের অনুদানে আরও জমি কিনে আমরা একটি মানসম্মত কারিগরি স্কুল এবং প্রশিক্ষণ সেন্টার গড়ে তুলতে চাই।

এই বৃহৎ কর্মযজ্ঞ সম্পাদনের জন্য প্রয়োজন একটি সংগঠনের। ‘মেঘনাপাড় ফাউন্ডেশন’ এরকম একটি সংগঠন। একটি অরাজনৈতিক, অলাভজনক এবং সামাজিক দায়বদ্ধতার প্রতিষ্ঠান মেঘনাপাড় ফাউন্ডেশন। এখানে যে সদস্যরা যুক্ত হবেন তারা স্বেচ্ছায়, অবৈতনিকভাবে এবং মুক্তমনে এই স্কুলের সাথে যুক্ত থাকবেন।

© Meghnapar  Foundation
Design & Developed BY JM IT SOLUTION