২০০৮ সালের ১৪ জুলাই মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের যাত্রা শুরু হয়। লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরীহাটে মেঘনা নদীর বুকে বসবাসরত ধীবর তথা জেলে জনগোষ্ঠীর শিশুদের জন্য এই স্কুলটি স্থাপিত হয়। চলতি বছর ১৪ জুলাই স্কুলটির ১৫ বছর পূর্তি হবে। দীর্ঘ এই ১৫ বছরে কয়েকশত শিক্ষার্থী প্রাইমারি পাশ করেছে। ৬ষ্ঠ শ্রেণিতে অন্য স্কুলে ভর্তি হয়ে ৩ টি ব্যাচ এসএসসি পরীক্ষায়ও অংশগ্রহণ করেছে। অধূনা বাতিলকৃত পিইসি (প্রাইমারি এডুকেশন সার্টিফিকেট) পরীক্ষায় বিগত বছরগুলোতে স্কুলের ফলাফল খুবই সন্তোষজনক। কয়েকজন শিক্ষার্থী উপজেলা পর্যায়ে মেধাবৃত্তিও পেয়েছে।
এই স্কুলের স্বতন্ত্র একটি পরিচালনা পর্ষদ আছে। স্কুলে ৬ জন শিক্ষক এবং ১ জন তত্ত্বাবধায়কের বেতন ভাতাদি স্কুলের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এবং সেক্রেটারি মহোদয় বহন করেন। তবে ধীবর ফাউন্ডেশন যদি ফান্ড সৃষ্টি করতে পারে তবে শিক্ষকদের বেতন, আনুষঙ্গিক ভাতা এবং স্কুলের অন্যান্য ব্যয় বহন করবে।