1. akhterbw@gmail.com : Akhtaruzzaman Bhuyan : Akhtaruzzaman Bhuyan
  2. adminmonir@gmail.com : Monirul Islam : Monirul Islam
  3. jmitsolution24@gmail.com : support :

সর্বোচ্চ পরিষদ

অত্র ফাউন্ডেশনের গঠনকল্পে প্রতিষ্ঠাতা সদস্যগণ ফাউন্ডেশনের সর্বোচ্চ পরিষদের সদস্য হিসেবে পরিগণিত হবেন। অত্র ফাউন্ডেশনের মঙ্গলার্থে যে কোন সিদ্ধান্ত গ্রহণ করার অধিকার সর্বোচ্চ পরিষদের থাকবে। ফাউন্ডেশনের জরুরি প্রয়োজনে তারা যে কোন সিদ্ধান্ত গ্রহণ করতে পারবেন। অধিকাংশ সদস্যদের সম্মতিতে সংবিধান পরিবর্তন, কার্যকরী পরিষদ গঠন, বাতিল, কমিটি পুনর্গঠন, রদ-বদল, সংবিধান সংশোধন, সংযোজন, বিয়োজন, কার্যকরী পরিষদ গঠন ও অনুমোদন, সহজ পদ্ধতিতে নির্বাচনের ব্যবস্থাসহ ফাউন্ডেশনের যেকোনো প্রয়োজনে যে কোনো সিদ্ধান্ত ও সার্বিক দায়িত্ব পালন করতে পারবেন। সর্বোচ্চ পরিষদের সদস্য সংখ্যা ১৫ (পনেরো) এর বেশি হবে না।

সর্বোচ্চ পরিষদের কোনো সদস্য পর পর তিনটি সাধারণ সভায় যুক্তিসঙ্গত কারণ ব্যতীত অনুপস্থিত থাকলে সর্বোচ্চ পরিষদ ইচ্ছা করলে তাঁর সদস্য পদ বতিল বলে গণ্য করতে পারবেন। এছাড়া কোনো ফৌজদারি অপরাধে দণ্ডিত হলে, রাষ্ট্রবিরোধী কোনো কার্যক্রমে জড়িত থাকলে এবং সর্বোচ্চ পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্য অনাস্থা জ্ঞাপন করলে সদস্যপদ বাতিল করা যাবে। কোনো সদস্য চাইলে স্বেচ্ছায়ও পদত্যাগ করতে পারবেন।

 

সর্বোচ্চ পরিষদের তালিকা

© Meghnapar  Foundation
Design & Developed BY JM IT SOLUTION