1. akhterbw@gmail.com : Akhtaruzzaman Bhuyan : Akhtaruzzaman Bhuyan
  2. adminmonir@gmail.com : Monirul Islam : Monirul Islam
  3. jmitsolution24@gmail.com : support :

মেঘনাপাড় ধীবর কারিগরি স্কুল

২০০৮ সালে প্রতিষ্ঠিত  মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতনের সফল ১৬ বছর অতিক্রান্তের পর আমরা আরেকটি প্রকল্প হাতে নিতে চলেছি। মেঘনাপাড় ধীবর কারিগরি স্কুল। বর্তমান স্কুলের কাছাকাছি মাত্র ৪০ শতাংশ জমি ক্রয় করে স্কুলটিকে একটি স্থায়ী রূপ দেওয়ার প্রস্তাব দিচ্ছি বন্ধু এবং সুহৃদদের কাছে। (২০ শতাংশ ক্রয় করা হয়েছে।) কয়েকজন সুহৃদের সহায়তায় ‘মেঘনাপাড় ধীবর কারিগরি স্কুল’ পূর্ণ রূপ পেতে পারে। আমরা ৬ষ্ঠ-৭ম শ্রেণি পর্যন্ত পড়িয়ে ৮ম শ্রেণি থেকে কারিগরি চালু করতে পারি। এ অঞ্চলের জন্য কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান খুবই উপযোগী হবে। নদী অঞ্চলের এ শিশুদের মৎস্য উৎপাদন, সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ইত্যাদি বিষয়ে বিশেষায়িত কারিগরি জ্ঞান প্রদান করা যেতে পারে। এছাড়াও কৃত্রিম মুক্তো উৎপাদন বিষয়ক কারিগরি জ্ঞানও প্রদান করা যায়। সাধারণ ট্রেডকোর্স যেমন- ইলেক্ট্রিক, ইলেক্ট্রনিক্স (ফ্রিজ, এয়ার কন্ডিশনার), মোবাইল, লেদ মেশিন, ওয়্যার হাউজিং, প্ল্যাম্বিং, ওয়েল্ডিং, টাইলস ফিটিং ইত্যাদি বিষয়ে স্বল্পমেয়াদী প্রশিক্ষণ শুরু করা যায়।

 

দেশে দক্ষ জনগোষ্ঠী গড়ে তুলতে কারিগরি শিক্ষার বিকল্প নেই। প্রাথমিক অবস্থায় শিক্ষার্থীদের বাস্তব কাজে লাগে এরকম মিনি ট্রেডকোর্স (৩ মাস বা ৬ মাস মেয়াদী) চালু করা যায়। ‘মেঘনাপাড় ধীবর প্রশিক্ষণ কেন্দ্র’ নামে একটি কারিগরি প্রশিক্ষণ সেন্টার চালু করার প্রকল্প হাতে নেবো। সরকার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানকে খুবই উৎসাহ প্রদান করছে। পাশাপাশি নানান সহায়তাও দিচ্ছে। আমরা সরকারি সহায়তার দিকে তাকিয়ে না থেকে সামষ্টিক উদ্যোগেই একটি মানসম্মত কারিগরি প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি। প্রয়োজন আপনাদের সমর্থন ও সহায়তা।

© Meghnapar  Foundation
Design & Developed BY JM IT SOLUTION