মেঘনাপাড় ফাউন্ডেশন একটি অলাভজনক প্রতিষ্ঠান। লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরীহাটে অবহেলিত জেলে জনগোষ্ঠীর সাধারণ শিক্ষা এবং কারিগরি শিক্ষা অব্যাহত রাখার জন্য এই ফাউন্ডেশন গড়া হয়েছে। ফাউন্ডেশন কর্তৃক সংগৃহীত অর্থ দ্বারা মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন, মেঘনাপাড় কারিগরি স্কুল এবং কারিগরি প্রশিক্ষণ প্রতিষ্ঠান পরিচালিত হবে। জমি ক্রয়, উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং শিক্ষক কর্মচারীদের বেতন-ভাতাদি এই প্রতিষ্ঠান থেকে বহন করা হবে। তাই আপনি এই ফাউন্ডেশনের সদস্য হয়ে অনুদান প্রদান করতে পারবেন। আপনার প্রদত্ত অনুদান আমরা স্বচ্ছতা এবং জবাবদিহীতার সাথে ব্যয় করবো। আপনি যে অর্থ দিচ্ছেন তা আপনি নিজেই দেখতে পাবেন কোন কোন খাতে খরচ হচ্ছে।
অনুদানের পরিমাণ
আপনি ১০০/- (একশত) টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ১০,০০০/-(দশ হাজার) টাকা পর্যন্ত যেকোনো অংকের অনুদান প্রদান করতে পারবেন।
অনুদানের বিকাশ নং- মেঘনাপাড় ফাউন্ডেশন- 01949-986066