অরাজনৈতিক, অলাভজনক এবং সামাজিক দায়বদ্ধতার প্রতিষ্ঠান মেঘনাপাড় ফাউন্ডেশন। এই সংস্থাটি ২০২১ সালে সামাজিক উন্নয়নের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছিল। ২০০৮ সালে প্রতিষ্ঠিত লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরীহাটে ‘মেঘনাপাড় ধীবর বিদ্যানিকেতন’ পরিচালনার ধারাবাহিকতায় এই ফাউন্ডেশনের পদযাত্রা। এই ফাউন্ডেশনের মাধ্যমেই আমরা বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষা এবং কর্মসংস্থানের আওতায় নিয়ে আসতে চাই। এই ফাউন্ডেশনের মাধ্যমে মেঘনাপাড় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, মেঘনাপাড় কারিগরি স্কুল প্রতিষ্ঠাও আমাদের লক্ষ্য। আমরা কারিগরি শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক উন্নয়নের জন্য কাজ করি।
বন্ধু এবং শুভাকাঙ্ক্ষীদের অনুদানে আমরা একটি মানসম্মত কারিগরি স্কুল এবং প্রশিক্ষণ সেন্টার গড়ে তুলতে চাই। ফাউন্ডেশন কর্তৃক সংগৃহীত অর্থ দ্বারা লক্ষ্মীপুর জেলার মজু চৌধুরীহাটে কারিগরি স্কুল এবং প্রশিক্ষণ প্রতিষ্ঠান পরিচালিত হবে। এর মাধ্যমে কারিগরি শিক্ষা পেয়ে অনেক দরিদ্র শিক্ষার্থীর কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এই বৃহৎ কর্মযজ্ঞ সম্পাদনের জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
মোঃ আক্তারুজ্জামান ভূঁইয়া
চেয়ারম্যান
মেঘনাপাড় ফাউন্ডেশন